বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


ইংলিশ চ্যানেলে নৌকা ডুবির নতুন ট্র্যাজেডি, ৮ অভিবাসীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৪

নৌকা ডুবিরইংলিশ চ্যানেলে নৌকা ডুবির নতুন ট্র্যাজেডি, ৮ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে আটজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে পাস-দে-ক্যালাইসের বোলোন-সুর-মেরের উত্তরে নৌকাটি দুর্ঘটনায় পড়ে। নৌকাটি ডোবার আগেই উদ্ধারকারীরা তাদের সতর্ক করেছিল। নৌকাটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যারা ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করছিলেন। উপকূল থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাত্র দুই সপ্তাহ আগে ছয় শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ১২ জন অভিবাসী একই চ্যানেলে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। তার পর ফের এই দুর্ঘটনা ঘটল।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র নৌকাডুবিতে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে ফরাসি কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

এই দুর্ঘটনায় আরও আটজনের মৃত্যুর ফলে চলতি বছর ইংল্যান্ডে পাড়ি দেওয়ার চেষ্টায় নিহত অভিবাসীর সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে।

এ বছর এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি