বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল জশনে জুলুস উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২৪

কুমিল্লায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল জশনে জুলুস উদযাপনকুমিল্লায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশাল জশনে জুলুস উদযাপন

রকিবুল ইসলাম (ম্যাক):

পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ সকালে কুতুবনগর,ঘোড়ামারা রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফ মাঠ থেকে রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের উদ্দ্যেগে নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালী করা হয়।

পরে মাশরা ফকির বাাজর বুড়িচং রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ খলিফা গাজী ফারুক হোসাইন রেজভী, রেজভীয়া দরবার শরীফের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেম্বার রেজভী, রেজভীয়া হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ্ রেজভী সুন্নী আল কাদেরী, দৈনিক কুমিল্লার আলোর প্রধান সম্পাদক আব্দুল জাব্বার, চাঁনপুরের আবদুস সালাম রেজভী, শাহাজান রেজভী, বুড়িচং এর মিজানুর রহমান রেজভী সহ অনেকে।

দোয়া ও মোনাজাত শেষে হাজারো মুসল্লীদের মাঝে তবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি