বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২৪

বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানেবুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না/ ম্যাক রানা:

কুমিল্লার বুড়িচং উপজেলায় অস্ত্রসহ মোঃ মাসুদ আলম (২৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি ০১ x ৭.৬২ মিঃমিঃ পিস্তল, ০৪ X ৭.৬২ মিঃ মিঃ বল এ্যামো ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাসুদ আলম কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার আসানুল্লাহর ছেলে।

যৌথবাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ০৪/০৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

গ্রেফতার হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি