বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে ভারত অবস্থান স্পষ্ট করলো


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৪

বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়েবাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে ভারত অবস্থান স্পষ্ট করলো

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেছেন। ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে ভিসা পাওয়া নিয়ে বিক্ষোভও হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি পরিষ্কার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি চিকিৎসা এবং আপৎকালীন প্রয়োজনে ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বর্তমানে শুধুমাত্র বাংলাদেশিদের জরুরি চিকিৎসা এবং আপৎকালীন প্রয়োজনে ভিসা দেয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণ মাত্রায় ভিসা প্রদান শুরু হবে।’

গত আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। পরবর্তীতে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি সেপ্টেম্বর থেকে জরুরি ভিত্তিতে ভিসা পরিষেবা পুনরায় চালু করা হয়।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টারগুলো খোলা হয়েছে। তবে এখনই সবার জন্য ভিসা প্রদান করা হবে না। শুধুমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন, তাদের জরুরি ভিত্তিতে ভিসা দেয়া হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদান আগের মতো স্বাভাবিক হবে। তবে আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি