রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিবর্ষণ, নিহত ৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকেমেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিবর্ষণ, নিহত ৬ জন

ডেস্ক রিপোর্ট:

মেক্সিকোর হুইক্সটলা শহরে অভিবাসীদের বহনকারী একটি ট্রাকে দেশটির সেনাবাহিনী গুলি চালিয়েছে, এতে অন্তত ছয়জন নিহত হয়েছে এবং ১০ জন আহত হয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটিতে ৩৩ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে মিশর, নেপাল, কিউবা, পাকিস্তান এবং ভারত থেকে আসা অভিবাসীরা ছিলেন।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরাবলয় অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন সেনাবাহিনী গুলি চালায়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা আইনের কঠোর প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইন ভঙ্গের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি, তবে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, অভিবাসীদের ঝুঁকি ক্রমশ বাড়ছে এবং আইনিভাবে অভিবাসনের আবেদন করলে এ ধরনের ঝুঁকি এড়ানো যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি