শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতি ন্যায্য প্রতিশোধ: খামেনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২৪

ক্ষেপণাস্ত্র হামলাইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতি ন্যায্য প্রতিশোধ: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই হামলা ছিল ইরানের ন্যায্য অধিকার এবং এটি ইসরায়েলের বিরুদ্ধে ন্যূনতম প্রতিশোধমূলক পদক্ষেপ। শুক্রবার তেহরানে জুমার খুতবায় প্রায় পাঁচ বছর পর ভাষণ দেন খামেনি, যেখানে তিনি এ বক্তব্য দেন।

খুতবায় আয়াতুল্লাহ খামেনি বলেন, “আমি আজ আমার প্রিয় মানুষ, মুসলিম বিশ্বের আদর্শ, এবং লেবাননের প্রভাবশালী নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানানোকে গুরুত্বপূর্ণ মনে করছি।” তিনি আরও বলেন, “নাসরুল্লাহ আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও বক্তব্য চিরকাল আমাদের সাথে থাকবে। তিনি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক ছিলেন এবং নির্যাতিত মানুষদের সাহস ও সমর্থন দিয়েছেন।”

হাসান নাসরুল্লাহ সম্পর্কে তিনি আরও বলেন, “নাসরুল্লাহ জীবদ্দশায় লেবাননের জনগণকে বার্তা দিয়েছিলেন, ইমাম মুসা সাদ্‌র ও সাইয়্যেদ আব্বাস মুসাভির মতো নেতাদের হারিয়ে হতাশ হওয়া যাবে না। নিজেদের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং শত্রুকে পরাজিত করতে হবে।”

আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, “আমাদের শত্রু শুধু আমাদের নয়, ফিলিস্তিনি, লেবাননি, মিসরীয়, ইরাকি, ইয়েমেনি এবং সিরীয়দেরও শত্রু। আমাদের শত্রু একটাই।”

তেহরানের জুমার খুতবায় খামেনিকে একনজর দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। অনেকের হাতে ছিল হিজবুল্লাহ ও ফিলিস্তিনের পতাকা, যা মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত প্রতিরোধ আন্দোলনের প্রতীক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি