সেপ্টেম্বরে সহিংসতায় নিহত ২৮, ধর্ষণের শিকার ৪৪
সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অধীনে কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও সামগ্রিকভাবে এ অগ্রগতি পর্যাপ্ত নয়। কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে দেশব্যাপী ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫টি ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ২৩টি সংঘর্ষ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হয়েছে। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও আটজন নিহত হয়েছেন।
এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে গুলিতে আদিবাসী সম্প্রদায়ের দুইজন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নির্যাতনের ফলে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ মাসে সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
গত মাসে অন্তত ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জন কিশোরী ও ১৮ নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। চারজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একজন ধর্ষণের পর আত্মহত্যা করেছেন।