ব্রাহ্মণবাড়িয়ায় মাদক পাচারের সময় ৪ ব্যবসায়ী গ্রেফতার
নাসিরনগরে র্যাব-৯ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার বিকেলে অভিনব কৌশলে মাদক পাচারকালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সেলিনা আক্তার (৪০), লাকী আক্তার (৩২), মোঃ ফরিদ মিয়া (৩৪), এবং রুমা আক্তার (৩০)। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জে।
রবিবার (৬ অক্টোবর) র্যাব-৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।