সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের, গুরুতর আহত একজন
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও মোঃ সাগর (২৩) নামের ২ যুবকের। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১১অক্টোবর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক উজিরপুর ইউনিয়ন চান্দ্রশ্রি এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত দেলোয়ার হোসেন সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে, নিহত সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহত দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম।
জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে ৩ জন সিটকে পড়ে। ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত সাগর ও রায়হানকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগরের নামে একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।