শুক্রবার,৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় ভবনধসে প্রাণ হারালেন বাংলাদেশি শ্রমিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২৪

মালয়েশিয়ায় ভবনধসে প্রাণ হারালেনমালয়েশিয়ায় ভবনধসে প্রাণ হারালেন বাংলাদেশি শ্রমিক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে শুক্রবার একটি ভবন ধসে জিদান নামে এক বাংলাদেশি তরুণ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তে বেরিয়ে এসেছে বিস্ময়কর কিছু তথ্য। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভবনটির কোনো নির্মাণ অনুমোদনই ছিল না। এমনকি ভবনটির প্রকৃত মালিককেও এখনো শনাক্ত করা যায়নি।

মেলাকা রাজ্যের সিনিয়র এক্সকো ফর হাউজিং, লোকাল গভর্নমেন্ট, ড্রেনেজ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট দাতুক রইস ইয়াসিন জানিয়েছেন, ভবনটির মালিককে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তদন্তে দেখা গেছে, ভবন নির্মাণের জন্য কোনো আবেদন করা হয়নি, এবং নির্মাণ চলাকালে এসওপি লঙ্ঘন করা হয়েছে।

রইস ইয়াসিন আরও জানান, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয় এবং এটি যাতে কর্তৃপক্ষের নজরে না আসে, সেজন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। অবৈধভাবে নির্মিত ভবনটির পেছনে একটি অতিরিক্ত অংশ নির্মাণ করা হচ্ছিল, এবং সামনের অংশটি পাইকারি সুপার মার্কেট ও বিক্রয় গ্যালারি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

শনিবার বিকেলে ধসে পড়া ভবনটি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো নির্মাণের জন্য আবেদন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আমি নিশ্চিত, পুলিশ এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করবে।”

এ সময় মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) মেলাকার প্রতিনিধি আর সাইফুল ইসওয়ান্দি আর হাসান এবং পায়া রামপুট স্টেট অ্যাসেম্বলির এক সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ কঠোর নজরদারি চালিয়ে যাবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি