শুক্রবার,৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনি প্রচারে ট্রাম্পের ফ্রেঞ্চফ্রাই ভাজা ও গির্জায় হ্যারিসের প্রচার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০২৪

নির্বাচনি প্রচারে ট্রাম্পের ফ্রেঞ্চফ্রাই ভাজা ও গির্জায় হ্যারিসের প্রচার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা এখন তীব্রতায় রয়েছে, এবং প্রধান দুই প্রার্থী—রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক কমলা হ্যারিস—তাদের সমর্থকদের মধ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।

হ্যারিস গির্জায় ভোটের প্রচারণা চালানোর সময়, ট্রাম্প ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চফ্রাই বানাচ্ছেন এবং সমর্থকদের সামনে তা পরিবেশন করছেন। এই পদক্ষেপটি হ্যারিসের কলেজ জীবনের সাথে সম্পর্কিত তার ফাস্টফুডের কাজের প্রসঙ্গে করা ট্রাম্পের মন্তব্যের জবাব হিসেবে মনে করা হচ্ছে।

হ্যারিস তার সমর্থকদের উদ্দেশে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তিরা বিভেদ সৃষ্টি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন, “নেতৃত্বের শক্তি দয়া ও ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায়, হুমকি-ধামকির মাধ্যমে নয়।”

অন্যদিকে, ট্রাম্প হ্যারিসকে ‘ফালতু ভাইস প্রেসিডেন্ট’ বলে অভিহিত করেন এবং তার প্রচারণার অংশ হিসেবে ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চফ্রাই তৈরি করেন, যেখানে হাজার হাজার মানুষ তার কর্মকাণ্ড দেখতে ভিড় জমায়। ট্রাম্পের অভিযোগ, হ্যারিস কখনো ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ করেননি, কারণ তিনি তার দাবি প্রমাণ করতে পারেননি।

হ্যারিসের মুখপাত্র ট্রাম্পের এই মন্তব্যগুলোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন, দাবি করে যে ট্রাম্প শুধুমাত্র মিথ্যা প্রচারণার উপর নির্ভর করছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি