রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৩ লাখ ৮০ হাজার কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনা হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২৪

কুমিল্লায় ৩ লাখ ৮০ হাজার কিশোরীকে

কুমিল্লায় ৩ লাখ ৮০ হাজার কিশোরীকে এইচপিভি টিকার আওতায় আনা হবে

মো.হাবিবুর রহমান মুন্নাঃ

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কুমিল্লায় ৩ লাখ ৭৯ হাজার ৬৬৭ কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ বিশেষ টিকা কার্যক্রম চলবে।

বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আকতার।

তিনি বলেন, নারীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার এইচপিভি টিকা কর্মসূচি হাতে নিয়েছে। এইচপিভি টিকার এক ডোজ জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর। প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত কিশোরীদের এ কর্মসূচির আওতায় আনা হবে। কুমিল্লার ১৭টি উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে।

ডা. নাসিমা আরও উল্লেখ করেন, প্রতি বছর বাংলাদেশে ৫ থেকে ১৩ হাজার নারী জরায়ুমুখের ক্যান্সারে মারা যান, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রজাতি প্রচুর হলেও সারভারিক্স ১৬ ও ১৮ টিকার মাধ্যমে ৭০ শতাংশ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ক্যান্সারে রূপ নিতে প্রায় ১০ বছর সময় নেয়, তাই টিকা নিয়ে যে কোনো বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

কুমিল্লার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ এর আওতায় ৩ লাখ ৭৯ হাজার ৬৬৭ জন কিশোরীকে টিকা দেওয়া হবে। এরমধ্যে ৫ হাজার ২১৯টি স্কুলের ৩ লাখ ৬৯ হাজার ৩৪০ জন শিক্ষার্থী এবং বিদ্যালয় বহির্ভূত ১০ হাজার ৩২৭ জন কিশোরী এই টিকা পাবে। জেলার ৪ হাজার ৭০৪টি অস্থায়ী এবং ১৯টি স্থায়ী টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধনের জন্য www.vaxepi.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।
সংবাদ সম্মেলনে ইউনিসেফ প্রতিনিধি ডা. বেনজীর সুলতানা ও ডব্লিউএইচও প্রতিনিধি ড. সাবরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত এবং এর মূল্য ৩ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি