রবিবার,১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২৪

হজের প্রাথমিক নিবন্ধন চলবে হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৩ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৫ আগস্টে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হজে যেতে ইচ্ছুক প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা ৩০ নভেম্বরের মধ্যে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয়ই করা যাবে।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন বলে জানানো হয়েছে।

এছাড়াও, আগামী ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি