পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন: আন্তোনিও গুতেরেস
ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে গুতেরেস প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে পুতিনকে অবগত করেন।
রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করে পুতিনের সঙ্গে দেখা করার পর ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বৈঠকের বিষয়ে নিশ্চিত করে বলেন, “মহাসচিব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।”
গুতেরেস আরো বলেন, “কৃষ্ণ সাগরে নৌচলাচলের স্বাধীনতা প্রতিষ্ঠা করা প্রয়োজন,” যা ইউক্রেন ও রাশিয়া উভয়ের পাশাপাশি বৈশ্বিক খাদ্য ও শক্তি নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ থামানোর প্রচেষ্টারও প্রশংসা করেন গুতেরেস এবং এই বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি পূর্ণ সমর্থন জানান।
এর আগে ২০২২ সালে সর্বশেষ পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন গুতেরেস। এবারের বৈঠকে তারা ইউক্রেন যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা এড়াতে করণীয় বিষয়ে আলোচনা করেছেন।