ম্যায় হুঁ না’-এর চাঁদনী আবার ফিরলেন লাল শিফনে, ২০ বছর পর একই রূপে
নেপথ্যে বেজে চলেছে ‘ধুম তানা ধুম তানা’। তালে তালে লাল শিফনের আঁচল উড়িয়ে, চুল এলিয়ে এগিয়ে আসছেন একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এই দৃশ্য দেখে আপামর ভক্তদের তো চোখ জুড়িয়েই গেল, এমনকি শাহরুখ খানও যেন আবার একবার “ম্যায় হুঁ না”-র দিনগুলোতে ফিরে গেলেন।
‘ম্যায় হুঁ না’র সেই চিরস্মরণীয় দৃশ্যে, যেখানে মিস চাঁদনি লাল শিফনে হাজির হয়ে শাহরুখকে মুগ্ধ করেছিলেন, এবার ২০ বছর পর সেই একই আবহ তৈরি করলেন সুস্মিতা। লাল শিফন শাড়িতে তার মোহনীয় উপস্থিতি আজও যেন আগের মতোই বহ্নিশিখার মতো জ্বলজ্বল করছে। ভক্তরা বলছেন, শিফন শাড়ির সাথে তার এই অসাধারণ রূপের কেমিস্ট্রি কোনো তুলনার ঊর্ধ্বে।
বলিউডে নায়িকারা শিফন শাড়িতে চিরকালই ভক্তদের মন জয় করে এসেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাট শিফনে মোহময়ী রূপে দর্শকদের মুগ্ধ করেছিলেন। কিন্তু সুস্মিতাকে দেখে অনুরাগীরা বলছেন, শিফন শাড়ির আসল মাহাত্ম্য কীভাবে তুলে ধরতে হয়, তা দেখিয়ে দিয়েছেন বঙ্গতনয়া।
লাল শিফনে সুস্মিতার সৌন্দর্য একেবারে নিখুঁত। বাড়তি কোনো প্রদর্শনের প্রয়োজন হয়নি। তার পোশাকের সাথে ছিল শুধুমাত্র কানে মুক্তোর দুল, এক হাতে আংটি আর শাড়িতে সাদা চিতার নকশার একটি ব্রোচ। তার এই সাধারণ অথচ দুর্দান্ত সাজ ভক্তদের মুগ্ধ করেছে। সেই ব্রোচটি তার ব্যক্তিগত সংগ্রহের অংশ বলে নিজেই জানিয়েছেন সুস্মিতা।
ছবির ক্যাপশনে অনেকেই “ম্যায় হুঁ না”র প্রসঙ্গ টেনেছেন এবং বলেছেন, সুস্মিতাকে দেখে তাদের মনে আবার “ধুম তানা ধুম তানা” সুর বেজে উঠছে। তার লাল শিফনের এই রূপ যেন সময়কে পিছিয়ে দিয়ে পুরোনো সেই দিনের স্মৃতি আবার নতুন করে বাঁচিয়ে তুলেছে।