শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


বাজার সিন্ডিকেট ভাঙা কঠিন, সতর্ক করলেন অর্থ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০২৪

বাজার সিন্ডিকেটবাজার সিন্ডিকেট ভাঙা কঠিন, সতর্ক করলেন অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বাজার সিন্ডিকেট বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এটি আসলে সিন্ডিকেট নয়, বরং ব্যবসায়ীরা অনেক শক্তিশালী। ব্যবসায়ীদের মধ্যে বড় ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, আমদানিকারক, সরবরাহকারী, এজেন্টদের সমন্বয় রয়েছে, যা একটি জটিল পরিস্থিতি তৈরি করে। এই জটিলতা ভাঙা অনেক কঠিন।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ জানান, আজ চাল, ডাল, মসুর ডাল, সয়াবিন তেল এবং সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলো আসছে, সেগুলোর যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হচ্ছে। যদিও এই অনুমোদনের টাকার পরিমাণ খুব বেশি নয়, আগে যেগুলো ছিল তার তুলনায় এটি কম। এখন যা আসবে, তা যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে।

তিনি বলেন, সয়াবিন তেলের দাম কিছুটা সহনীয় হতে পারে, আর মসুর ডাল দেওয়া হচ্ছে, কারণ এর প্রয়োজনীয়তা রয়েছে। রোজার সময় যে সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, খেজুর, ছোলা, সয়াবিন তেল, চিনি, এগুলোর সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে এর জন্য কিছু সময় লাগবে কারণ বেশিরভাগ পণ্যই আমদানি করতে হয় এবং আমদানির ক্ষেত্রে কিছু বিলম্ব হয়ে থাকে। আমাদের বিদেশ থেকে নির্ভর করতে হয়, তবে চেষ্টা করা হচ্ছে সরবরাহের ব্যবস্থা যেন আরও ভালো হয়।

উপদেষ্টা আরও বলেন, আমরা সয়াবিন আমদানি করতে বলেছি এবং চাচ্ছি যতটা সম্ভব আমাদের দিক থেকে সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে ব্যবসায়ীদের কাছে একটি বার্তা যায় যে দেশে সরবরাহ হচ্ছে। তবে বর্তমানে তা কতটুকু হচ্ছে তা আলাদা বিষয়।

বাজারে কার্যকর মনিটরিংয়ের অভাব বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মনিটরিং হচ্ছে না এমনটি নয়। তবে এখানে অনেক ব্যবসায়ী একত্রে মিলিত হয়ে দাম ঠিক করে বিক্রি করে। ভোক্তা অধিদফতর সব জায়গায় যেতে পারে না, তাই মানুষ যদি সচেতন না হয়, অভিযোগ না করে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি না। তিনি বলেন, “মানুষ যদি সচেতন না হয়, তবে বাজারের পরিস্থিতি তেমন ভালো থাকবে না।”

আরেক প্রশ্নের জবাবে, সালেহউদ্দিন আহমেদ বলেন, যদি সবাইকে একত্রে শাস্তি দেওয়া হয়, তাহলে বাজারে কৃত্রিম সংকট আরও বাড়বে। তবে আমরা চাই না ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করুক, এবং চাই না যে যারা উৎপাদন করছে তারা ঠকুক। উৎপাদন খরচ যাতে তারা পায়, সেই চেষ্টা করা হচ্ছে, তবে এর জন্য কিছু সময় লাগবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি