নির্ধারিত সময়ে নির্বাচন, সংস্কার প্রক্রিয়ায় তাড়াহুড়ার প্রয়োজন নেই
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকার কমিশন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল অযথা নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে, যা প্রয়োজন নেই। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পরই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা হবে।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, এক দফা আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন ঘটেছে। এই এক দফা বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং সরকার সেই লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ।
মতবিনিময় শেষে উপদেষ্টা অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।