শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


বিপিসির খরচ সাশ্রয়ে নতুন রেকর্ড: ছয় মাসে ৮০০ কোটি টাকা সাশ্রয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২৪

বিপিসির খরচবিপিসির খরচ সাশ্রয়ে নতুন রেকর্ড: ছয় মাসে ৮০০ কোটি টাকা সাশ্রয়

ডেস্ক রিপোর্ট:

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে জ্বালানি তেল আমদানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক পর্যায়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন করে আলোচনার মাধ্যমে প্রিমিয়াম কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এতে আগামী ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় করবে।

নতুন নেগোশিয়েশনের সাফল্য
সরকারের ইতিবাচক পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক পর্যায়ে উন্নত ভাবমূর্তির ফলে সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় প্রিমিয়াম কমানো সম্ভব হয়েছে। সরকারের সচিব, বিপিসির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তার দক্ষতার কারণে এই সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জ্বালানি তেলের চাহিদা ও আমদানি প্রক্রিয়া
বাংলাদেশে বছরে প্রায় ৭০ লাখ টন পেট্রোলিয়াম পণ্যের চাহিদা রয়েছে। বিপিসি অপরিশোধিত তেল পরিশোধন করে বাজারে সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক দরপত্র ও রাষ্ট্রীয় চুক্তির (জি টু জি) মাধ্যমে পরিশোধিত জ্বালানি আমদানি করে। ২০২৩-২৪ অর্থবছরে বিপিসি ৫০ লাখ ৬৩ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি আমদানি করেছে।

নতুন প্রিমিয়াম নির্ধারণ ও সাশ্রয়
বর্তমানে পরিশোধিত ডিজেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি ৮ ডলার ৭৫ সেন্ট হলেও, আগামী বছরের প্রথম ছয় মাসের জন্য এটি কমিয়ে ৫ ডলার ১১ সেন্ট নির্ধারণ করা হয়েছে। এই প্রিমিয়াম কমানোর ফলে শুধুমাত্র জি টু জি চুক্তিতে ৪২৯ কোটি টাকা এবং আন্তর্জাতিক দরপত্রে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বিপিসি কর্মকর্তারা।

আলোচনা ও চুক্তি
গত ৪ থেকে ৯ ডিসেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত আলোচনায় বিপিসির প্রতিনিধিদল অংশ নেয়। আটটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যেমন ইউনিপ্যাক সিঙ্গাপুর, পেট্রোনাস, ইন্ডিয়ান অয়েল করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

ডিজেলের আমদানি খরচ হ্রাস
একটি চালানে ২ লাখ ৪৯ হাজার ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি ৮ ডলার ৭৫ সেন্ট থেকে ৫ ডলার ১১ সেন্টে নামানো হয়েছে। এতে প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। আগামী ছয় মাসে বিপিসি ৭ লাখ টন ক্রুড অয়েল এবং ২৬ লাখ টন পরিশোধিত জ্বালানি আমদানি করবে।

সাফল্যের পেছনের কারণ
সরকারের কর্মকর্তারা বলছেন, পূর্ববর্তী সরকারের সময় মন্ত্রীর প্রভাব ও নির্দেশনা আলোচনায় প্রাধান্য পেত। তবে বর্তমান সরকারের অধীনে কর্মকর্তারা সরাসরি ও স্বাধীনভাবে আলোচনা করায় ফলাফল ইতিবাচক হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তির উন্নতি, দক্ষ আলোচনার প্রক্রিয়া, এবং ডলারের সাশ্রয় এই সাফল্যের মূল কারণ।

বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, “আগামী ছয় মাসের জন্য ডিজেলসহ সব ধরনের জ্বালানি আমদানির প্রিমিয়াম কমানো হয়েছে। এতে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি