ডিবিতে আয়না ঘর, ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আয়না ঘর বলে কিছু নেই। আয়না ঘর বা ভাতের হোটেলও ডিবি কার্যালয়ে থাকবে না। এবং ডিবি সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না। তারা অবশ্যই জ্যাকেট পরিধান করবে এবং আইডি কার্ড প্রদর্শন করতে হবে।’
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিবি কার্যালয়ে আয়না ঘর ছিল বলে জেনেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আয়না ঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি, ডিবি কার্যালয়ের ভেতরের পুকুরটাও যেন আয়নার মতো পরিষ্কার থাকে। আয়না ঘর বা ভাতের হোটেল ডিবিতে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আমি ডিবিকে বলেছি, সিভিল ড্রেসে কাউকে আটকানো হবে না, তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে কোনো কাজ করা যাবে না। আমি যদি কোনো বেআইনি নির্দেশনা দিই, তবে সেটা তারা অনুসরণ করবে না।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশ নিয়োগ বা এসআই নিয়োগে আমরা কোনো রিকোয়েস্ট বা সুপারিশ করিনি, এটা কেউ বলতে পারবে না। যদি আমি কোনো দুর্নীতি করি, তাহলে সেটি প্রকাশ করুন। তবে সত্যিটাই প্রকাশ করুন। বলুন যে আমি ওই জায়গায় টাকা নিয়েছি, তাতে আমার কোনো আপত্তি থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আজকের রুটিন ভিজিট ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরো উন্নতি করার চেষ্টা চলছে।’
ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ছিনতাই বেড়েছে, তা অস্বীকার করছি না। তবে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। প্রচুর অভিযান চলছে।’
লিবিয়াতে বন্দী বাংলাদেশিদের ফেরত আনার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যদি ভুক্তভোগীরা আমাদের কাছে আসে, আমরা অবশ্যই আইনানুগ পদক্ষেপ নেবো। লিবিয়াতে যারা আটকা আছে, তারা আমাদের সম্পদ। তাদের ফিরিয়ে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’
এছাড়া, গুলশান থানায় মামলা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমি জানি না। তবে মামলার জন্য অনুমতির প্রয়োজন নেই। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
টেকনাফে অপহরণের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘টেকনাফে অপহরণ হয়েছে, তবে সবাই উদ্ধারও হয়েছে। বর্ডার সিকিউরিটি ব্যবস্থার উন্নতি করতে হবে।’
তিনি মিডিয়ার প্রশংসা করে বলেন, ‘ভারতের নিউজের কাউন্টারে ভালো রিপোর্টিং হয়েছে, যেটি আমাদের জন্য সুবিধাজনক। মিডিয়া সত্য প্রকাশ করলে আমাদের অ্যাকশন নিতে সুবিধা হয়।’
৩২১ এসআইয়ের সচিবালয়ে অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘যদি কোনো পুলিশ সদস্য শৃঙ্খলাজনিত কারণে বের হয়ে যায়, তাহলে তাদের আর নেওয়া হয় না। এটা শুধুমাত্র পুলিশ একাডেমি নয়, সব জায়গাতেই এ নিয়ম।’
তিনি বলেন, ‘রাজশাহী সারদা পুলিশ একাডেমি এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ একাডেমি, এবং যাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে বের করা হয়েছে, তারা সচিবালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই ঘটনায় প্রমাণ হয়, তারা শৃঙ্খলা মানেনি।’