শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » চট্টগ্রাম নিউজ » আ’লীগের সুবিধেবাদি আনিছুর এখন জামাত-বিএনপির কর্মী: চাদাঁ না পেয়ে সরকারি চাকুরেজীবিকে মারধর, মামলার হুমকির অভিযোগ


আ’লীগের সুবিধেবাদি আনিছুর এখন জামাত-বিএনপির কর্মী: চাদাঁ না পেয়ে সরকারি চাকুরেজীবিকে মারধর, মামলার হুমকির অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২৫

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলার কুচুয়া উপজেলার রাগদৈল গ্রামের আনিছুর রহমান আখন্দ বিগত স্বৈরাচার আওয়ামীলীগের আমলে চলেছে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে। গত বছরের ৫ আগস্টের পর সে এখন জামায়াত-বিএনপি সেজে তৎপর তার কাজ হাসিল করতে। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে নিয়মিত।

বিভিন্ন অভিযোগে জানা যায়, ৫ আগস্টের পর কুমিল্লায় সরকারী চাকুরীজীবি মোঃ আলি আর্শাদের কাছে ৮৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে এই আনিছুর রহমান। তারপর থেকে আনিছ মোবাইলে ও বিভিন্ন সময় বিভিন্ন লোকজন দিয়ে আলি আর্শাদকে চাঁদা দেওয়ার জন্য হুমকি ও চাপ দিতে থাকে। কিন্তু আলি আর্শাদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হবে বলেও হুমকি প্রদান করেন। আলি আর্শাদ গতকাল ১৫ ফেব্রুয়ারী শনিবার তার নিজ গ্রাম সাচারে গিয়ে কাজ শেষ করে বিকালে কুমিল্লা ফেরার জন্য মালাখাল বাজারে আসলে আনিছুর রহমান তার বাহিনী নিয়ে আলি আর্শাদকে পথের মধ্যে মারধর করে তার মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আলি আর্শাদ কুমিল্লা সদর হাসপাতালে এসে চিকিৎসার জন্য ভর্তি হন।

ভূক্তভোগী আলি আর্শাদ জানান, বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে এই আনিছুর রহমান তার ভাগিনা জিএম আতিক যিনি একাধারে ঢাকা শাহবাগ থানার আওয়ামীলীগের সভাপতি ও আমাদের কচুয়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তার নাম ভাঙ্গিয়ে আমিসহ বহু মানুষের ক্ষতি করেছে। ৫ আগস্টের পর আওয়ামীলীগ বিতাড়িত হলেও আনিছ এখন আবার জামাত বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ নানান অপকর্ম শুরু করেছে। তাকে আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে একা পেয়ে মারধর করে আমার মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। আমি বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি।

এ বিষয়ে চাঁদাবাজ আনিছুর রহমান আখন্দ বলেন আমি ওনার কাছে টাকা পাই। ব্যবসা করার জন্য ওনাকে আমি টাকা দিয়েছি। সে টাকা চেয়েছি, আমি কোন চাঁদা চাইনি। তবে টাকা পাওয়ার স্বপক্ষে কোন কাগজ পত্র আছে কিনা জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, আমি যে টাকা পাই তা আলি আর্শাদ যানে। আর আমি আলি আর্শাদকে মারধর করিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি