বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » জাতিকে অনিশ্চয়তায় না রেখে শিগগির নির্বাচনের দিন ঘোষণা করুন- কুমিল্লায় মির্জা ফখরুল


জাতিকে অনিশ্চয়তায় না রেখে শিগগির নির্বাচনের দিন ঘোষণা করুন- কুমিল্লায় মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

দ্রুত নির্বাচ‌নের ব‌্যবস্থা করুন।যতটুকু সংস্কার করা দরকার,সেটুকু ক‌রে ভো‌টের‌ রোড ম‌্যাপ দেয়ার কথা উল্লেখ‌্য ক‌রে জা‌তি‌কে অ‌নিশ্চতার মধ্যে না রে‌খে দ্রুত নির্বাচ‌নের তা‌রিখ ঘোষণা ক‌রার আহবান জানান বিএনপি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা লাকসাম ও ম‌নোহরগঞ্জ উপ‌জেলা বিএন‌পি আয়োজিত রাষ্ট্র সংস্কা‌রে বিএন‌পির ৩১দফা বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার‌কে উদ্দেশ্য করে তি‌নি বলেন, দ্রুত নির্বাচন চাই,স্থিতিশীল বাংলা‌দেশ দেখ‌তে চাই ব‌লে মন্তব‌্য ক‌রেন বিএনপির মহাস‌চিব।

মির্জা ফখরুল আরো বলেন, গত ১৫ বছর নির্বাচনী ব‌্যবস্থা ধ্বংস ক‌রে‌ছে আওয়ামীলীগ ।

কুমিল্লা লাকসাম স্টে‌ডিয়াম মা‌ঠে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু,‌চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা ম‌নিরুল হক চৌধুরী,সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক সা‌বেক এম‌পি ক‌র্ণেল অব,এম আনোরুল আজিম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো:সেলিম ভূইঁয়া,ত্রাণ ও পুনবাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও‌ জেলা বিএন‌পির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন ,কেন্দ্রীয় সমাজ কল‌্যাণ বিষয় সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,অর্থ‌নৈ‌তিক বিষয়ক সম্পাদক ইঞ্জি খা‌লেদ হোসেন মাহবুব শ‌্যামল,প্রবাসী কল‌্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফ‌রিদ আহ‌মেদ মা‌নিক, জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব ভি‌পি আশিকুর রহমান মাহমুদ ওয়া‌সিম ,জেলা‌ বিএন‌পির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম ,মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,লাকসাম উপ‌জেলা বিএন‌পির সদ‌স্য স‌চিব আবদুর রহমান বাদল,ম‌নোহরগঞ্জ উপ‌জেলা বিএন‌পির আহবায়ক শাহ সুলতান খোকন,সদস‌্য স‌চিব অধ‌্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলনসহ জেলা ও উপ‌জেলা বিএনপির অংঙ্গ সহযোগি সংগঠনের নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি