বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কারাতে চ্যাম্পিয়নশিপে মাহিনের রৌপ্যপদক অর্জন: কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা


কারাতে চ্যাম্পিয়নশিপে মাহিনের রৌপ্যপদক অর্জন: কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০২৫

স্টাফ রিপোর্টার:

গত ৯ই-১২ই ফেব্রুয়ারি ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫। প্রতিযোগিতায়ে এশিয়ার প্রায় ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২ জনের একটি টিম প্রতিযোগিতায়ে অংশগ্রহণ নেয়ে। উক্ত প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশের সুনাম কুড়িয়েছন কুমিল্লার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সত্যায়িত সংগঠন ওয়াইকসের যুব ও প্রিয়া সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের মার্শাল-আর্ট টিম কোচ, বর্তমানে কুমিল্লা সরকারি কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী মোফাজ্জাল মাহিন চৌধুরী।

এতে কুমিল্লা সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী মোফাজ্জল চৌধুরী মাহিন কে সংবর্ধনা জানান কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমির ফারুক, সদস্য সচিব সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রিয়াদ হোসেন, রিমন হোসেন সহ অনন্য নেতৃবৃন্দগন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি