শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২৫

কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্ট’স ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিজ্ঞান অনুষদের হল রুমে এই আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মানছুর আলম অন্তরের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত,  প্রভাষক তারিন বিনতে এনাম ও ইমরান হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র মার্কেটিং বিভাগের প্রভাষক ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল-আমিন, বর্তমান সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম এবং সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি মানছুর আলম অন্তর বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়ার মাধ্যমে আমাদের লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। যেখানে সকল ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেছে। এতে আমাদের নিজেদের মধ্যে আঞ্চলিক বন্ধনটা আরো দৃঢ় হয়।”

সংগঠনের উপদেষ্ঠা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুল মাজেদ পাটোয়ারী বলেন, “আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের লক্ষ্মীপুরের ছেলেরা পড়ালেখায় এগিয়ে যাচ্ছে।   লক্ষ্মীপুর যেহেতু দেশের একপাশের অঞ্চল তাই আমাদেরকে সেটাকে কিভাবে আকর্ষনীয় ও সমৃদ্ধ করা যায় তা নিয়ে ভাবতে হবে। আমাদেরকে  জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে এবং তা অন্যের সাথে শেয়ার করতে হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি