শুক্রবার,২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় পুলিশকে সাথে নিয়ে বিবাদীকে বেধড়ক মারধর, স্থানীয়রা অবরুদ্ধ করে পুলিশ সদস্যদের


কুমিল্লায় পুলিশকে সাথে নিয়ে বিবাদীকে বেধড়ক মারধর, স্থানীয়রা অবরুদ্ধ করে পুলিশ সদস্যদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২৫

কুমিল্লায় পুলিশকে সাথে নিয়ে বিবাদীকে বেধড়ক মারধর

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা তিতাস উপজেলায় মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করতে বাদীপক্ষকে সাথে নিয়ে পুলিশ আসামীর বাড়িতে যায়। এই সময় পুলিশের সামনেই বাদীপক্ষের লোকজন বিবাদীকে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই পায়ে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, পুলিশের সামনে থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এই ঘটনার স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চার পুলিশ সদস্যকে একটি ঘরে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় উপজেলা বিএনপির নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।

শুক্রবার রাত ১১ টার সময় কুমিল্লা তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মামলার বাদী পক্ষ জসিম উদ্দিনের ছেলে রাকিব হোসেন ও বিবাদী পক্ষের একই এলাকার মৃত লালা ভূইয়ার ছেলে মাওলান এবং তার ছেলে মাসুদ ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইন্টারনেট ব্যবসা করে আসছিল। ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একাধিকবার বাকবিতন্ডা হয়। এরই জেরে বুধবার (১১ই মার্চ) সন্ধ্যায় কুড়েরপাড় স্ট্যান্ডের সামনে রাকিবকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। পরে রাকিব বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ই মার্চ) তিতাস থানায় মাসুদ ভূইয়া ও তার বাবা মাওলান ভূইয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

এই মামলার আসামীদের গ্রেফতার করতে শুক্রবার রাতে আসামীদের বাড়িতে যায় পুলিশ। পুলিশের সাথে বাদীপক্ষের ১০/১৫ জন সাথে যায়। এই সময় মামলার ২ নং আসামী মাওলান ভূইয়াকে দেখতে পেয়ে বাদীপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাওলান ভুইয়ার দুই পা জখম করে পুলিশের সামনে পালিয়ে যায়। পরে স্বজনরা মাওলানকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের একটি ঘরে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় উপজেলা বিএনপির নেতারা গিয়ে স্থানীয়দের কঠিন বিচারের আশ্বাস দিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

দড়িকান্দি গ্রামের আলম বাদশা নামে এক ব্যাক্তি বলেন, দুই গ্রুপের মধ্যে ইন্টারনেট ব্যবসাকে নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সন্ধ্যায় বাদীপক্ষ রাকিবের সাথে বিবাদী পক্ষের মারামারি হয়। পরে রাকিব মামলা করলে পুলিশ আসামী ধরতে আসামীর বাসায় যায়। তখন পুলিশের সামনেই বাদীপক্ষের লোকজন বিবাদী মাওলানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের সামনে এমন নিন্দনীয় ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের দুই ঘন্টা একটি ঘরে অবরুদ্ধ করে রাখে পরে সেনাবাহিনী বিএনপি নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

এই বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, পুলিশের সামনে বিবাদীকে কুপিয়ে জখম করা পর স্থানীয়রা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। মোবাইল ফোনের মাধ্যমে এ ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। সেখানে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের সাথে কথা বলে এই ঘটনার তদন্ত করে কঠিন ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাস দিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসি।

এ বিষয়ে জানতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কল রিসিভ করেনি।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, এই ঘটনার সম্পর্কে উনি জানে না, এই বিষয় জানতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি