মোঃ জামাল উদ্দিন দুলাল :
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন জামায়াতের আয়োজনে মঙ্গলবার বিকালে মোহাম্মদপুর মাদরাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহীদুল্লাহ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউসুফ আব্দুল্লাহ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, ঢাকাস্থ দেবিদ্বার সোসাইটি সেক্রেটারি সোলাইমান কবির মাসুম, কামাল হোসেন সরকার, জামাল হোসেন, মাওলানা মহিউদ্দিন মুন্সি, মাওলানা আব্দুল কারী প্রমুখ।