বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লার অস্ত্র,মাদক ও চোরাই পথের মোবাইল ব্যবসায়ী সেতু গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০২৫

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর অস্ত্র,মাদক ও চোরাই পথের মোবাইল ব্যবসায়ী সেতুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২১ মে ) রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চোরাকারবারি সেতু সদরের সাবেক এমপি হাজী বাহারের পরিবারের একান্ত আস্থাভাজন ছিলেন। এমপি বাহারের পরিবারের নাম ভাঙ্গিয়ে সেতু সীমান্ত পথে বড় মাফিয়াতে পরিণত হয়।

গ্রেফতার হওয়া সেতু কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার বাসিন্দা। সে বৈষম্য বিরোধী মামলার অন্যতম আসামী।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি