বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


আগামীকাল রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২৫


ডেস্ক রিপোর্ট:

নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৭ মে) দিনগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আগামী ২৯ ও ৩০ মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন ‘নিক্কেই এশিয়া কনফারেন্স-২০২৫’। এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরকালে দুই দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

নিক্কেই ইনকরপোরেটেড আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ এবং করপোরেট নেতারা অংশ নেবেন।

সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী, লাওসের প্রেসিডেন্ট, পালাও’য়ের প্রেসিডেন্ট, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী, ফিলিপাইনের ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, থাইল্যান্ডের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট ফিন্যান্স ভাইস প্রেসিডেন্ট, চীনের সাবেক ভাইস মিনিস্টার অব ফিন্যান্স, ক্লাইমেট ওয়ার্ক সেন্টারের সিইও, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের ম্যানেজিং এক্সিকিউটিভ কর্মকর্তাসহ আরও অনেকে অংশ নেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি