বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » ক্যাম্পাস » শিক্ষকদের ব্ল্যাঙ্ক প্রোফাইল আন্তর্জাতিক পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করছে: কুবি উপাচার্য


শিক্ষকদের ব্ল্যাঙ্ক প্রোফাইল আন্তর্জাতিক পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করছে: কুবি উপাচার্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২৫

ফয়সাল মিয়া, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২৮৩ জন শিক্ষকের মধ্যে ১০১ জনের প্রোফাইল খালি। এই ‘ব্ল্যাঙ্ক প্রোফাইল’ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করছে।”

আজ বুধবার (২৮ মে) সকালে বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, “শুধু ক্লাস নেওয়া শিক্ষকের কাজ নয়। জ্ঞান সৃষ্টি ও তা বিতরণই শিক্ষকের আসল দায়িত্ব। কিন্তু জনবলের স্বল্পতার কারণে অনেক বিভাগে গবেষণার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও মাত্র ৫ জন শিক্ষক দিয়ে ৭টি ব্যাচ চালানো হচ্ছে।”

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানে ছুটিকালে শিক্ষক নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম সচল রাখা হয়। আমাদের এখানে তেমন সুযোগ নেই। সরকার আমাদের একটি মিশন দিয়েছে— দুর্নীতিমুক্ত ও নিয়মভিত্তিক পরিবেশ গড়ে তোলা। আমি সেই লক্ষ্যেই কাজ করছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৭ সালের ২৮ মে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে ৭ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি