বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


ইসরাইলে আরও বিধ্বংসী হামলার হুমকি ইরানের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০২৫


ডেস্ক রিপোর্ট:

ইরান ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’র বিরুদ্ধে আরও ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে। ইসরাইলের সাম্প্রতিক হামলার জবাবে এই প্রতিশ্রুতি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের সরকারি সংবাদ মাধ্যম আইআরএনএ-এর মাধ্যমে আইআরজিসি সতর্ক করে জানায়, ‘ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আরও শক্তিশালী ও কার্যকর হামলা চালানো হবে। এই আক্রমণ ইসরাইল সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’

গত শুক্রবার ভোরে ইসরাইল ইরানের ওপর হঠাৎ হামলা চালায়। এই হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইসরাইল জানিয়েছে, আগামী দিনে তারা আরও ব্যাপক হামলা চালাবে।

এর জবাবে ইরান ইসরাইলের ওপর শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের এই হামলায় ইসরাইলে অন্তত চারজন নিহত ও বহু লোক আহত হয়েছে।

এখন পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে, এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি