কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। বাহিরের হোটেলগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন ও মান অনুযায়ী দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছেন তারা।
পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে চলতি মাসের ২২ তারিখ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার হয়। বিশ্ববিদ্যালয় খোলার ৮ দিন হলেও বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী নিয়মিত ক্যাফেটেরিয়ার খাবার খান। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ, দাম অনুযায়ী খাবারের নিম্নমান, বিশুদ্ধ পানি, ওয়াশরুম নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু হানিফ বলেন, “ক্যাফেটেরিয়া যেকোনো বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী অল্প দামে খাবার গ্রহণ করে । তবে এটা দুঃখজনক হলেও সত্যি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আমাদের সেই চাহিদা পূরণ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে বিভিন্ন সময়ে ক্যাফেটেরিয়ার বিভিন্ন অনিয়ম চোখে পড়ে। স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ না করা, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্যাফেটেরিয়া বন্ধ থাকা, বিশুদ্ধ পানির অভাবসহ আরো বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের ক্যাফেটেরিয়া। গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস – পরীক্ষা কার্যক্রম শুরু হলেও ক্যাফেটেরিয়া বন্ধই পড়ে আছে। এ বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিবৃতি দেয় নি। যা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাই, খুব শীঘ্রই তারা আমাদের ক্যাফেটেরিয়া সমস্যার সমাধান করে।”
পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আমিনুল ইসলাম ভূইয়া বলেন,” ক্যাফেটেরিয়াতে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা নিয়মিত খাবার খেয়ে থাকে যা বাহিরের হোটেল গুলো থেকে তুলনামূলক কম দামে।এখানে আমাদের সবার আর্থিক অবস্থা এক রকম নয়। তাছাড়া আমাদের ক্লাস সকাল ৯ টায় শুরু হওয়ায় দেখা যায় বাহিরে হোটেল এ নাস্তা করলে কিছুটা সময় নষ্ট হয়। যদি ক্যাফে খোলা থাকলে আমাদের সময় টা বেচে যেতো,যেহেতু ক্যাম্পাসের অভ্যন্তরে এটি অবস্থিত।তাই আমি বিশ্ববিদ্যালয় এর ছাত্র হিসেবে চাই অতিদ্রুত ক্যাফেটেরিয়া চালু করা হউক।”
কুবি ছাত্র উপদেষ্টা পরিচালনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুব জানান, “আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি। যাদের পরিচালনার দায়িত্ব নিয়েছে তারা এখনো আমাদের সাথে চুক্তি করে নাই। আমরা চেষ্টা করছি খুব দ্রুতই ক্যাফেটেরিয়া খুলে দেওয়ার। আশাকরি ভাল খাবার ও ভাল পরিবেশেই ক্যাফেটেরিয়া শুরু হবে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি।ক্যাফেটেরিয়াতে যেন ভাল খাবার হয় এই প্রক্রিয়ার জন্যই এত সময় লাগতেছে। “