বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২৫


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছে কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল কালাম। লাশটির পরিচয় শনাক্তে বিশেষ টিমকে খবর দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার আনুমানিক ৫.৪০টায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিনের নির্দেশনায় আমি লাশটি উদ্ধার করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জেনেছি। পরিচয় শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর পাঠিয়েছি। পরিচয় শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি