আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না : ডা. জাহিদ
গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, গণহত্যার দায়ে অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভীত নয়। তবে গণহত্যা, লুটপাট ও নির্যাতনের মতো অপকর্মের কারণে জনগণ চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে।