বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কাশ্মীরে অপকর্মে লিপ্ত ৭ লাখ ভারতীয় সেনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৫

Kashmir2

সূত্র – জিওটিভি ঃ

 

জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাদের অপকর্মের পাহাড় জমেছে। এখানে নিযুক্ত ভারতের ৭ লাখ সেনা এসব অপকর্মে জড়িত। শ্রীনগরের হিন্দু উকিল কার্তিক মোরের তৈরি এক রিপোর্টে এ দাবি করা হয়।

রিপোর্টে বলা হয়, জম্মু কাশ্মীরে ৭লাখ ভারতীয় সেনা নানারকম অপরাধকর্মে জড়িত। গত ৩ বছরে ১ হাজার ৮০ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন। ১৭২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনো নিখোঁজ। এরা বেঁচে আছে না মৃত জানে না পরিবার। এরকম নানা অপরাধকর্মে ভারতীয় সেনা ও পুলিশের ৯৭২ জন সদস্য সরাসরি জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

কাশ্মীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন আয়োজিত অনুষ্ঠানে শ্রী নগরের আইনজীবী কার্তিক মোর এবং মানবাধিকারকর্মী খুররম শেহজাদের তৈরি রিপোর্টটি পেশ করা হয়। ইসলামাবাদেও পাঠানো হয়েছে রিপোর্টটি। রিপোর্টটিতে ভারতীয় সেনাদের নির্যাতনের পুরো বর্ণনা রয়েছে।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আবদুল মাজিদ রিপোর্টের সত্যতা স্বীকার করে বলেন, ভারতের সুপ্রিমকোর্ট সম্প্রতি প্রমাণ ছাড়াই দুই কাশ্মীরিকে মৃত্যুদন্ড দিয়েছে যা মানবাধিকার বহির্ভূত। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে এখানকার সব রাজনৈতিক দল এক প্লাটফর্মে রয়েছে। জনগণও চাচ্ছেন এ সমস্যার দ্রুত সমাধান হোক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি