বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বছরে ৫ লাখ নারী ও শিশু পাচার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

Human-trafficking
ডেস্ক রিপোর্টঃ

প্রতি বছর ট্রেনে করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে ৫ লাখ নারী ও শিশুকে পাচার করা হয়ে থাকে। এবং এসব নারী ও শিশুর অধিকাংশকে কেরালা ও তামিলনাড়– থেকে উদ্ধার করা হয়েছে। এমনকি কিছু নারী ও শিশুকে থাইল্যান্ড ও মালয়েশিয়াতে পাচার করা হয়েছে। গত সপ্তাহে শিলং এ উত্তর-পূর্ব রাজ্যের ‘চাইল্ড এডাপশন’ এর আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন এর সময় ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী এ তথ্য দেন। খবর দ্য স্টেটম্যানের

দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর মতে, ২০১৪ সালে মানব পাচারের ৫,৪৬০ টি মামলা লিপিবদ্ধ হয়েছে। গত ৫ বছরে মানব পাচার বেড়েছে ৯০ শতাংশ। সরকারি সংস্থা ভারতের প্যানেল কোডের মাধ্যমে এসব তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

তিনি বলেন, এসব গুরুতর অপরাধ বন্ধের জন্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার নতুন জলপাইগুড়ি, গুয়াহাটি এবং শিয়ালদা স্টেশন সহ বিভিন্ন স্থানের ট্রেনরুটে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে।

পাচার হওয়া কয়েকটি নারীর দুর্দশার কথা বর্ণনা করে তিনি বলেন, কয়েক বছর আগে মনিপুরের তামেংলং শহরের ৪টি মেয়ে পাচার হওয়ায় তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তারা দালালের মাধ্যমে প্রলুব্ধ হয়ে সিঙ্গাপুরে পাচার হয়ে যায়। স্থানীয় দালাল তাদের চারজনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে নাইট ক্লাবে বিক্রি করে দেয়। এবং তাদের পাসপোর্ট নিয়ে নেয়। তারা এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হতো। একদিন একজন নারী পালাতে সক্ষম হয় এবং ভারতের হাইকমিশনের কাছে সাহায্য প্রার্থনা করে। তাদের মধ্যে একজন ভারতের একটি পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি