মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টেলিভিশনের রিমোট চুরির দায়ে ২২ বছরের সাজা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

man-jailed-for-22-years-for-stealing-a-television-remote-doc-1024x768

পূর্বাশা ডেস্ক:

সামান্য একটি টেলিভিশনের রিমোট চুরির দায়ে ২২ বছরের সাজা পেয়েছেন এরিক ব্রামওয়েল নামের এক ব্যক্তি। ৩৫ বছর বয়সী এরিক যুক্তরাষ্ট্রের হোয়াইটনের ইলিনইস শহরের এক এ্যাপার্টমেন্ট থেকে টেলিভিশনের রিমোর্ট চুরির অভিযোগে এই শাস্তি পেয়েছেন।
রিমোট চুরির সময় এরিকের হাতের দস্তানা সেখানে পড়ে যায়। সেই দস্তানা থেকেই ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে এরিকই ওই চুরির জন্য দায়ী। তাই তাকে আদালত ২২ বছরের সাজা দিয়েছে।
অবশ্য এরিকের অপরাধ বিবেচনা করে আদালত তাকে ৩০ বছরের শাস্তি দিতে চেয়েছিলেন। কেন না এর আগেও এরিক রিমোট চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি