বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সুইজারল্যান্ডের চিড়িয়াখানায় ৬০ বছর পর জলহস্তি শাবকের জন্ম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

1484210300_rhino-1-550x358
ডেস্ক রিপোর্টঃ

শনিবার সুইজারল্যান্ডের বাসেল চিড়িয়াখানায় ভারতীয় জলহস্তি নতুন শাবক জন্ম দিয়েছে। সুইজারল্যান্ডে এটাই একমাত্র চিড়িয়াখানায় যেখানে জলহস্তির বাচ্চা রয়েছে। বাচ্চাটির নাম রাখা হয়েছে অরিস। তার মা কিউয়েট্টা ৪৯২দিন গর্ভবতী থাকার পর শনিবার রাতে ৬৮ কেজি ওজনের এ বাচ্চাটির জন্ম দেয়।

ভূমিষ্ঠ হওয়ার ঘন্টা খানেক পরই জলহস্তির শাবকটি হাঁটতে শুরু করে।  ১৯৫৬ সালের পর বাসেল চিড়িয়াখানায় অরিসের জন্মগ্রহণের মধ্যে দিয়ে ৩৫তম জলহস্তি শাবকের জন্মের ঘটনা ঘটল। এর আগে রুদ্রা নামে প্রথম জলহস্তি শাবক জন্মগ্রহণ করেছিল যা ছিল বিশ্বের যে কোনো চিড়িয়াখানায় জলহস্তি শাবকের প্রথম জন্ম হবার ঘটনা।

১৯৭২ সাল থেকে বাসেল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জলহস্তির বাচ্চা জন্মানোর চেষ্টা করে আসছে। শিং’এর জন্যে জলহস্তি প্রায় লুপ্তপ্রায় প্রাণিতে পরিণত হতে চলেছে। শিকারিরা জলহস্তি হত্যার পর প্রাণিটির শিং কালোবাজারে অধিক দামে বিক্রি করে থাকে।২৪৬ধ২৪০৬৫১০ধ৮নব১ব৮প২৮৯৬ফ২ধ৩প৬ন৭নভ৫৮৩৫৯০৬ভফফ৩৮৪ফ০৭১৫ন১বফ৩ন২ন৪৭ধ৬৫

বাসেল চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ২০১৫ সালে অন্তত ১২’শ জলহস্তি হত্যা করা হয়েছে। বিশ্বে আর অবশিষ্ট রয়েছে ৩ হাজার ৪’শ জলহস্তি।

অরিসের জন্মের পর কয়েকদিন নিবিড় পরিচর্যা শেষে এখন শাবকটিকে বাসেল চিড়িয়াখানার দর্শকদের জন্যে দেখার সুযোগ দেওয়া হচ্ছে। চিড়িয়াখানাটিতে অরিসের বাবা সার রয়েছে যার বয়স হচ্ছে ১৭ বছর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি