সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কসহ ১২ অঙ্গরাজ্যে ব্যাপক তুষারঝড়ের আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বলা হয়েছে, যে কোন সময় প্রায় দুই ফুট তুষারপাত হতে পারে। এ আশঙ্কায় ইতিমধ্যে সব স্কুল, অফিস, কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ট্রেন বাসসহ রাস্তায় সব ধরনের যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন শহরের মেয়ররা। মঙ্গলবার ও বুধবারের সাড়ে ছয় হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ অবস্থায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করা হয়েছে।

ম্যাসাচুসেটসের আবহাওয়াবিদ অ্যালান ডানহ্যাম বলেন, এই উচ্চতায় প্রতিঘণ্টায় এক থেকে তিন এমনকি চার ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, মেইন, ভারমন্ট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশয়ার, কানেকটিকাটে পেনিসেলভানিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্টেলার নামের এ তুষারঝড় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। এ জন্য ২৪ ঘণ্টার সতর্কতা জারি করা হয়েছে। মেইনের দক্ষিণাঞ্চল থেকে ভার্জিনিয়াতেও সতর্ক করে দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি