বছরের ১১টি মাস পবিত্র কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকলেও এ মাসে মুসলমানরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। রমজান মাসটি যেমন রহমতের মাস, তেমনি এ মাসে পবিত্র কোরআন তেলাওয়াতে রয়েছে অধিক সওয়াব। আর কোরআন তেলাওয়াতে পরিশুদ্ধ বা তারতিলের সঙ্গে তেলাওয়াতের বাধ্যবাধকতা আছে। পত্রিব মাহে রমজানে তারাবি নামাজে কোরআন খতম করা হয়। যাকে বলা হয় খতমে তারাবি বা খতম তারাবি। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। তাই কোরআন তেলাওয়াত করা কোরআনের অন্যতম হক। আমাদের প্রত্যেকের উচিত আল কোরআন সঠিকভাবে এবং ধীরস্থিরভাবে পাঠ করা। কোরআন মজিদে নির্দেশ দেয়া হয়েছে এভাবে, আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।
আর কোরআন তেলাওয়াতে রয়েছে বিরাট সওয়াব। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি ১০টি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মিম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ।’ (সুনান আত-তিরমিজি : ২৯১০)।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে কোরআন সুন্দর উচ্চারণে পড়ে না, সে আমার উম্মতের মধ্যে শামিল নয়।’ (বোখারি : ৭৫২৭)। ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে কোরআনে নির্দেশ দেয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ‘তুমি কোরআনকে তারতিলের সঙ্গে অর্থাৎ ধীরস্থিরভাবে তেলাওয়াত করো।’ (সূরা আল-মুজ্জাম্মিল : ৪)।
বোখারি ও মুসলিমের হাদিস মতে, এ মাসে জিবরাঈল (আ.) রাসুল (সা.) এর সঙ্গে কোরআনের তেলাওয়াত করতেন। আর রাসুল (সা.) নিজেও রাতে কয়েক দিন সাহাবিদের নিয়ে দীর্ঘ তেলাওয়াতে নামাজ আদায় করেছেন। সেই সূত্র ধরে তারাবির নামাজে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতের প্রচলন ঘটে। কম করে হলেও এক খতম কোরআন তেলাওয়াত করাকে ওলামায়ে কেরাম সুন্নত বলেছেন। তবে প্রতি রাকাতে কত আয়াত পড়বে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট হাদিস না পাওয়া গেলেও হজরত ওমর (রা.) ৩০ আয়াত করে পড়তে নির্দেশ দিয়েছেন। হানাফি মাজহাবের প্রসিদ্ধ ফিকাহবিদ ইমাম সারখাসি (রহ.) বলেন, ‘প্রতি রাকাতে ২০ অথবা ৩০ আয়াত তেলাওয়াত করবে।’ এভাবে তেলাওয়াতের মাধ্যমে মূলত রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব মুসল্লিকে এক খতম কোরআন শোনানো ও কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করাই মূল উদ্দেশ্য। আর সঙ্গে সঙ্গে মোমিন বান্দা এর মাধ্যমে সৌভাগ্যবান হবে, হবে মোত্তাকি ও পরহেজগার।
আমাদের দেশে প্রায় সব মসজিদে প্রথম ছয় তারাবি দেড় পারা ও পরবর্তী সময়ে এক পারা করে তেলাওয়াত করা হয়। ২৭ তারাবিতে কোরআন খতম করা হয়। কোরআনের মাসে কোরআন শোনার এ যেন এক চমৎকার ব্যবস্থাপনা। সওয়াবের মাধ্যমে সাফল্য অর্জনের এক মহা সুযোগ। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোরআন খতমের চেয়ে কোরআন পরিশুদ্ধ, স্পষ্ট ও তারতিলের সঙ্গে তেলাওয়াত করাই আবশ্যকীয়। তেলাওয়াতের সৌন্দর্যতার সঙ্গে সঙ্গে বিশুদ্ধতা ও ধীরস্থিরতা কাম্য। অনেক হাফেজকে দেখা যায় দ্রুত গতিতে তেলাওয়াত করতে। সে ক্ষেত্রে বিশুদ্ধতা ও ধীরস্থিরতার দিকে খেয়াল রাখা বাঞ্ছনীয়। মূলত আমাদের দেশে অধিকাংশ মুসুল্লি গুরুত্ব দেয়, কণ্ঠ এবং দ্রুত গতির তেলাওয়াত। এখানে কণ্ঠ এবং দ্রুত গতির চেয়ে যে বিশুদ্ধ ও ধীরস্থিরতার দিকে মহান আল্লাহ রাব্বুল আমিন গুরুত্ব দিয়েছেন সেটির দিকে আমরা খেয়াল রাখি না।
জুন ১২, ২০১৭/ Choity.