শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটেনের দাফন করছে ইসলাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কট্টর ব্রেক্সিটপন্থী ও ইইউ বিরোধী দল ‘ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি-ইউকিপ’র নতুন নেতা হেনরি বোল্টন বলেছেন, ইসলাম ব্রিটেনের দাফন এবং মিশ্র সংস্কৃতির ¯স্রোতে এটি প্লাবিত হয়েছে। টরকোয়ে’তে দলের এক সম্মেলনে তিনি বলেন, একজন ব্রিটিশ হিসেবে আমি সবসময় গর্ববোধ করি।

ইসলাম বিরোধী হিসেবে নিজকে পরিচয় দেয়া বোল্টন আরো বলেন, ব্রেক্সিট থেকে বের হওয়ার পর ব্রিটেনের কখনোই অভিবাসন ইস্যুতে আপস করা উচিত হবে না। মিশ্র সংস্কৃতি আমাদের ব্রিটিশ ঐতিহ্যকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বা উৎখাত করছে। সেই সঙ্গে ইসলামও, এটি ব্রিটেনের কবর রচনা করেছে। ইতোমধ্যে আমরা অভিবাসনের চাপে পিষ্ট হচ্ছি। আমাদের সরকারি খাত, নির্মাণ ব্যবস্থাপনা এবং সামাজিক কর্মকক্ষেত্রগুলো অভিবাসীদের দখলে। এটি কখনোই আশাবাদী ও আত্মবিশ্বাসী জাতি প্রতিষ্ঠা করতে পারে না যা আমরা চাই। আমাদের পুলিশ বাহিনীর ২৫ ভাগ লোকই অভিবাসী, ৫০ ভাগ স্থানীয় সরকারের বিভিন্ন পদে কর্মরত আছে। এটি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ক্ষতিকর। তাই অভিবাসন নীতির আগে আমাদের ব্রিটিশ সংস্কৃতি সম্পর্কে সচেতন থাকতে হবে।

বোল্টন মে’কে ব্যঙ্গ করে বলেন, ফ্লোরেন্সে প্রধানমন্ত্রী থেরেসা মে’র কথা শুনে মনে হয়েছে, ব্রিটেন ইইউ থেকে বের হবে ঠিকই কিন্তু সেটি নামমাত্র ব্রেক্সিট। তিনি বলেন, সরকার ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ’র সঙ্গে পররাষ্ট্রনীতি, সামরিক এবং নিরাপত্তা ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্কের প্রস্তাব দিয়েছে। এর মানে তো এই যে, ব্রিটেন মূলত ব্রাসেলস’র আওতায় থাকছে। আমরা আর কি ভাবে ইইউ থেকে বের হতে পারি? ইউকিপ ‘কঠোর ব্রেক্সিট’ নীতির পাশে থাকার ঘোষণা দিয়েছে কিন্তু মে অন্তবর্তীকালীন সময়ে ইইউর সঙ্গে যে প্রস্তাবের কথা বলছেন তা ‘অগ্রহণযোগ্য’।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি