রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বিএনপি চেয়ারপার্সন খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না :খসরু


বিএনপি চেয়ারপার্সন খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না :খসরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন খা‌লেদা জিয়া ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না, হতে দেওয়া হ‌বে না মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আ‌মির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলে‌ছেন, সরকার মানুষের ভোট ও গণতা‌ন্ত্রিক অ‌ধিকার কে‌ড়ে নি‌তে দি‌নের পর দিন তাকে (খালেদা) কো‌র্টে নি‌য়ে অপমান কর‌ছে।

অর্পণ বাংলা‌দেশ আ‌য়ো‌জিত জাতীয়তাবাদী ১২টি প‌রিবার‌কে উপবৃ‌ত্তি ও আ‌র্থিক সহ‌যো‌গিতা প্রদান অনুষ্ঠা‌নে রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় বক্তব্য রাখেন তিনি।

আ‌মির খসরু ব‌লেন, ভয়ভী‌তি সৃ‌ষ্টির মাধ্য‌মে সরকার টি‌কে থাক‌তে চেষ্টা কর‌ছে। যা‌তে গণতন্ত্রকামী মানুষগু‌লো এ‌গি‌য়ে না আ‌সে। গণমাধ্যম যা‌তে সাহস না পায়।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য আরো ব‌লেন, খা‌লেদাকে মিথ্যা মামলার মাধ্য‌মে অপমান করা হ‌চ্ছে। তা‌কে প্র‌তি‌নিয়ত কোর্টে নি‌য়ে যাওয়া হচ্ছে। এটাও দে‌শের জনগণ‌কে ভয়ভী‌তি দেখানোর অংশ। আগামী দি‌নে মানুষ যেন তা‌দের পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দি‌তে না পারেন সেজন্য এসব কর‌ছে সরকার।

তিনি বলেন, মামলা, গুম, খু‌নের মাধ্য‌মে ক্ষমতা দখল কর‌তে মানুষ হ‌তে দে‌বে না। খা‌লেদা ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না। নির্বাচন কর‌তে দেওয়া হ‌বে না।

অর্পণ বাংলা‌দে‌শের প্র‌তিষ্ঠাতা সভা‌নেত্রী বী‌থিকা বিন‌তে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রা‌খেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

, হতে দেওয়া হ‌বে না মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আ‌মির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলে‌ছেন, সরকার মানুষের ভোট ও গণতা‌ন্ত্রিক অ‌ধিকার কে‌ড়ে নি‌তে দি‌নের পর দিন তাকে (খালেদা) কো‌র্টে নি‌য়ে অপমান কর‌ছে।

অর্পণ বাংলা‌দেশ আ‌য়ো‌জিত জাতীয়তাবাদী ১২টি প‌রিবার‌কে উপবৃ‌ত্তি ও আ‌র্থিক সহ‌যো‌গিতা প্রদান অনুষ্ঠা‌নে রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় বক্তব্য রাখেন তিনি।

আ‌মির খসরু ব‌লেন, ভয়ভী‌তি সৃ‌ষ্টির মাধ্য‌মে সরকার টি‌কে থাক‌তে চেষ্টা কর‌ছে। যা‌তে গণতন্ত্রকামী মানুষগু‌লো এ‌গি‌য়ে না আ‌সে। গণমাধ্যম যা‌তে সাহস না পায়।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য আরো ব‌লেন, খা‌লেদাকে মিথ্যা মামলার মাধ্য‌মে অপমান করা হ‌চ্ছে। তা‌কে প্র‌তি‌নিয়ত কোর্টে নি‌য়ে যাওয়া হচ্ছে। এটাও দে‌শের জনগণ‌কে ভয়ভী‌তি দেখানোর অংশ। আগামী দি‌নে মানুষ যেন তা‌দের পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দি‌তে না পারেন সেজন্য এসব কর‌ছে সরকার।

তিনি বলেন, মামলা, গুম, খু‌নের মাধ্য‌মে ক্ষমতা দখল কর‌তে মানুষ হ‌তে দে‌বে না। খা‌লেদা ছাড়া দে‌শে কোনো নির্বাচন হ‌বে না। নির্বাচন কর‌তে দেওয়া হ‌বে না।

অর্পণ বাংলা‌দে‌শের প্র‌তিষ্ঠাতা সভা‌নেত্রী বী‌থিকা বিন‌তে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রা‌খেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

পূর্বাশানিউজ/২৮জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি