বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » ১০ দিন পরও খোঁজ মিলেনি হাসপাতাল থেকে তুলে নেওয়া ধর্ষণের শিকার তরুণীকে


১০ দিন পরও খোঁজ মিলেনি হাসপাতাল থেকে তুলে নেওয়া ধর্ষণের শিকার তরুণীকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জে ধর্ষণের শিকার এক তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ১০ দিন পরও কোন খোঁজ মিলেনি। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার দনাইল গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের মৃত আসাদ ওরফে লাদেনের ছেলে নাজমুল সাকিবের (২৬)। প্রায় দুই বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকাবস্থায় বিষয়টি এলাকায় জানাজানি হয়। সাবিককে বিয়ের জন্য চাপ দিলেও সাকিব রাজী হয়নি। এ অবস্থায় গত ২৬ ডিসেম্বর অন্য এক ছেলের সঙ্গে ঐ তরুণীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। পরে সাকিবের পরামর্শে বিয়ের ছয়দিন পর স্বামীকে তালাক দেয় তরুণী। এরপর ৩ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সাকিব তাকে নিয়ে শহরের ফিসারী সড়কের একটি বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে এবং প্রতিরাতে সাকিব তাকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়। গত ৬ মার্চ তরুণীটি অসুস্থবোধ করলে বিষয়টি সাকিবকে জানালে সাকিব তাকে ফেলে চলে যায়। এরপর তরুণীটি গ্রামে ফিরে সাকিবের বাড়িতে গিয়ে উঠে। এ সময় সাকিবের মা ও বোন মিলে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি ধরা পড়ে। ঐদিনই রাত ১২টার দিকে প্রেমিক সাকিব হাসপাতাল থেকে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাচ্ছেনা পরিবার।

এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন জানান, দায়িত্বপালনরত নার্স ও পাশের রোগীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, রাতে স্বাভাবিকভাবেই ঐ তরুণী কয়েকজন যুবকের সাথে চলে গেছে। পরে হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে গত সোমবার কিশোরগঞ্জের ১ নং নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাকিব ছাড়াও তার মা ও বোনকে আসামী করা হয়েছে। বিচারক কিরণ চন্দ্র হাওলাদার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি