স্টাফ রিপোর্টার:
‘বই হোক জীবনের প্রতিচ্ছবি’ এ স্লোগানকে ধারণ করে কুমিল্লা স্বাধীন চিরকুট নামক সংগঠনের পক্ষ থেকে মাত্র ১০ টাকা শুভেচ্ছা মূল্যে রবীন্দ্রনাথ, নজরুল,হুমায়ুন , শরৎচন্দ্রসহ জনপ্রিয় সব লেখক এবং নতুন লেখকদের বই বিতরণ করা হয় ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হয় ।
অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন উম্মে সালমা তিন্নী এবং লোকমান হোসেন বাবু । অন্যান্য সদস্যরা হলো-লিজা, ইলিয়াস, আফরোজা, জুনায়েদ, মুমু, সাইদুর এবং রুমা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বাহাদুর হোসেন এবং হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ারুল হক । আরো ছিলেন স্বাধীন চিরকুট এর উপদেষ্টা আশিক পায়েল । উক্ত অনুষ্ঠানে সহায়তা করেছেন কাব্যকথা প্রকাশনী, এবং লেখক ফাহিম মাহমুদ ।