শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নেইমারের গোড়ালি মচকে গেছে, তাহলে কি তার বিশ্বকাপ শেষ?


নেইমারের গোড়ালি মচকে গেছে, তাহলে কি তার বিশ্বকাপ শেষ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০২২

স্পোর্টস ডেস্ক:

নেইমারের এই ছবিটা ব্রাজিল ভক্তদের জন্য বড্ড হতাশার, ভয়াবহ বেদনার। কারণ আশার প্রদীপের শেষ সলতে নিভে গেলে তাদের হবে কী উপায়? ২০ বছর ধরে যে ট্রফি পুনরুদ্ধারের অপেক্ষায় তারা, নেইমার চোটের কারণে বিশ্বকাপ থেকে সরে গেলে যে এবারও সেই সম্ভাবনা পরিণত হবে শঙ্কায়।

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের বর্তমান সময়ের সেরা ফুটবলার নেইমার। তার হাত ধরেই মূলত ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে চায় ব্রাজিল।

তবে বিশ্বকাপ ভাগ্য যেনো কোনোভাবেই নেইমারকে সমর্থন করছে না। ঘরের মাঠের বিশ্বকাপে নেইমার না থাকায় সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খেয়ে লজ্জার রেকর্ড গড়েছিল ব্রাজিল। সাম্বার দেশের ফুটবল খাম্বাটা নড়বড়ে থেকেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও। ওই বিশ্বকাপেও ‘প্রতিভার’ ঝলক দেখাতে ব্যর্থ হয়েছিলেন চোট কাটিয়ে দলে ফেরা নেইমার।

এবারের বিশ্বকাপের মাঠে নামার আগে ব্রাজিলিয়ানদের দাবি মতে নেইমার ছিলেন ‘পুরোদস্তুর’ ফিট। নেইমার সতীর্থ সিলভাও দাবি করেছিলেন, এবার নেইমার ভিন্ন কিছু দেখাতে যাচ্ছেন। যদিও কাতারে পৌঁছে বিশ্বকাপ নিয়ে টু শব্দটিও করেননি নেইমার। হয়তো মাঠের খেলাতেই তিনি নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে নিয়েছিলেন।

তবে এবারও বিধি বাম, প্রতিপক্ষের ৯ ফাউলের শিকার নেইমার পড়েছেন চোটে। যদি ব্রাজিলের কোচ তিতের দাবি সেই চোট অতোটা ভয়াভহ নয়। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে তিতে উল্টো কথা। বিশেষ করে ‘গ্লোবো’র ভাষ্যমতে নেইমার যে ধরনের চোটে পড়েছেন, সেই চোট থেকে সেরে উঠতে বেশ সময় লাগতে পারে, যদি সেই চোট গুরুতরই হয়। জানা গেছে নেইমারের পা মচকে গেছে।

পরপর তিনটা বিশ্বকাপ নেইমার প্রতিবারই ছিলেন স্পটলাইটে। আর সম্ভাবনার সেই আলোকেই যেনো বারবার আলোকবর্ষ দূরে পাঠিয়ে দিচ্ছে ঘাতক চোট। নেইমার কী এবার পারবেন চুটকি মেরে চোটকে সরিয়ে দিয়ে বিশ্বকাপের মাঠে ফিরে ঝলক দেখাতে, ব্রাজিলকে দিতে হেক্সা জয়ের স্বাদ? নাকি আবারও সেই চোটের কাছে পরাজয় শিকার করে বাকি বিশ্বকাপটা দেখবেন গ্যালারি কিংবা টিভি সেটের সামনে বসে? উত্তরটা পাওয়ার অপেক্ষায় কোটি ব্রাজিল ভক্ত। অনেকেই আবার বলছে, বিশ্বকাপের এমন বড় মঞ্চে কেনো নেইমার আর চোট এমন সমান্তরালে বয়?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি