শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


“প্রশান্তি এ মাটিতেই”


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০২৩

“প্রশান্তি এ মাটিতেই”

নাজমুল হুদা খান

প্রতি বছর একটা সীতাকুন্ডু,
চানখাঁরপুল কিংবা বংগবাজার।
ভস্মিভূত সবে বিয়ের পিড়িতে বসা
তরুনী বোনটির সোনালী মুখ,
ভিখেরি বনে যায় তরুন কোন উদ্যোক্তা।

ফের বছর প্রমত্ত বন্যা,
ভাসিয়ে নেয় সুখের স্বপ্নে বাঁধা
কোন যুগলের ঘর।
নতুন কোন মাঝির পাল তোলা নৌকা,
ডুবে যায় খরস্রোতা ঘূর্ণিতে।

বাদ নেই কোন বছর;
বাড়ী ফেরার হাইওয়ের দূর্ঘটনায়,
পরিবারের সব হারিয়ে
অনাথের খাতায় নাম উঠে,
ছোট্ট শিশু কিংবা উঠতি কোন তরুনীর।

তারপরও এ মাটি এ বাটি এ নদী
আমায় দূর্নিবার ঘূর্ণনে টানে।
অর্ধ সেঞ্চুরী পেরিয়েও মার্কিন মুলুকে,
শাড়ীতে শহীদ মিনারের চিহ্ন
গুংগুরের ছন্দে বাজে ভাষা শহীদের গান।

এ বাতাস এ আকাশ এ পাহাড়,
বার বার ফিরিয়ে আনে এ তটে।
মনের আকুতি প্রজন্মের হাতে থাকুক
এ ভাষায় কথা বলা তরুন তরুনীর হাত;
সৃষ্টি হোক আরেকটি বাংলা ব-দ্বীপ।

এখানকার মাছের ঝোল বাসমতির ভাত,
বড্ড পছন্দ স্বাদকুড়িদের।
শীতের দেশের বার-বি-কিউর চুলো বন্ধ রেখে,
তাই বার বার ফিরে আসি এ তলাটে;
পুঁই শাক শুটকি উছতে ভাজিদের ভীড়ে।

পিচ ঢালা সরু রাস্তা,গেয়ো মেঠো পথে
চলতেই গহীন আনন্দ।
আরবের ট্রাফিকবিহীন শহর থেকে শহরে,
ল্যান্ডক্রুইজার কিংবা পাজেরোর সুইচ বন্ধ করে,
এখানেই প্রসন্নতা মা তোমার প্রশান্ত মাটিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি