বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবির ৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০২৩

কুবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে জাহান তাহিন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোছা. তাসলিমা খাতুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাসপিয়া সালাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রিপা আক্তার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি