মঙ্গলবার,১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে আত্মঘাতাী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন, আহত হয়েছে অর্ধশতাধিক। আজ শুক্রবার দেশটির বেলুচিস্তানেরএকটি মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদেন বলা হয়, জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সিনিট স্টেশন হাউস অফিসার মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

শহিদ নবাব ঘোষ রাইসানি মেমোরিয়ার হাসপাতালে প্রধান নির্বাহী ড. সাইদ মিরওয়ানি জানিয়েছেন নিহতের সংখ্যা ৩৪। আর আহত হয়েছেন ১৩০ জন। তিনি বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ২৮ জনের মরদেহ আনা হয়েছে। মাস্তাং জেলা হাসপাতালে নেওয়া হয়েছে ছয় মরদেহ।

রাজ্জাক শাহি জানিয়েছেন দুটি হাসপাতালের নিহতের সংখ্যা মিলে ৫০ ছাড়িয়েছে।

মিরওয়ানি বলেন, অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও অনেকে হাসপাতালে আসছেন।

এর আগে মাস্তাং পুলিশের সহকারী কমিশনার আতাহুল মুনিম জানিয়েছিলেন, হামলায় ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। জেলার আলফালাহ রোদের মদিনা মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন মুসল্লিরা। তিনি বলেন, হামলাস্থলের কাছেই এসপি নওয়াজ ঘিসকোরির গাড়ি ছিল।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি