বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল


অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২৪

অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর সেই সরকারই সিদ্ধান্ত নেবে সংবিধান সংশোধন করতে হবে নাকি নতুন করে লিখতে হবে। কিন্তু দীর্ঘদিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে তা জনগণ মেনে নেবে না।’

সোমবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভার বিষয় ছিল ‘দ্বি-কক্ষ পার্লামেন্ট ও উচ্চকক্ষ গঠন’। মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। নির্বাচন করার জন্য যেসব ন্যূনতম সংস্কারের প্রয়োজন, তা দ্রুত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নস্যাৎ করার জন্য একটি মহল সক্রিয়। ইতোমধ্যেই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। নতুন দল গঠনের দাবি উঠছে, যা আমাদের বিস্মিত করেছে। কে তাদের এই দায়িত্ব দিয়েছে? জনগণ কীভাবে বিশ্বাস করবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ১৫ থেকে ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছি। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন, আমাদের নেতা তারেক রহমান বিদেশে থেকে অত্যাচার সহ্য করছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘একটি মহল চায় অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রেখে দেশকে পরিবর্তন করতে। জনগণের ইচ্ছার গুরুত্ব তাদের কাছে নেই। একটি জরিপে বলা হয়েছে যতদিন ইচ্ছা এই সরকার ক্ষমতায় থাকুক, কিন্তু জনগণ তা মেনে নেবে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি