উত্তরায় হত্যাকাণ্ড: ছাত্র আন্দোলনে আ.লীগের ৫ জন গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিতে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আল মামুন মিয়া, ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালিব এবং আওয়ামী লীগের তিন কর্মী সাব্বির, মারুফ ও ইব্রাহিম।
বুধবার বিকেলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার জসিমউদ্দিন রোডে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার বিজয় উল্লাস চলছিল। সেই সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি চালায়, যাতে শিক্ষার্থী ওমর নুরুল আবছার গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় ৩১ আগস্ট মামলা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আওয়ামী লীগ নেতা আল মামুন মিয়া ও আব্দুল মোতালিবকে শনাক্ত করে পুলিশ।
এদিকে, একই দিন উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে গুলিবর্ষণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা আহত হন। পরে ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা আদালতে মামলা করলে তদন্তে তিন আওয়ামী লীগ কর্মী সাব্বির, মারুফ ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।