শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


সালাহর রেকর্ডের রাতে লিভারপুলের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

সালাহর রেকর্ডের রাতেসালাহর রেকর্ডের রাতে লিভারপুলের জয়

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ এক রাত কাটিয়েছেন মোহামেদ সালাহ। নিজে গোল করেছেন, অন্যদের দিয়ে করিয়েছেনও। গড়েছেন অ্যানফিল্ডের রেকর্ড এবং জুড়িয়েছেন আরেকটি আফ্রিকান রেকর্ড।

বুধবার রাতে সালাহর প্রভাবময় পারফরম্যান্সে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে বোলোনিয়াকে। আর্নে স্লটের দলের এটি এবারের আসরে দ্বিতীয় জয়।

অ্যানফিল্ডে বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের ১১তম মিনিটেই লিভারপুল এগিয়ে যায়। সালাহর পাস থেকে আলেক্সিস ম্যাক আলিস্টার গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫তম মিনিটে সালাহ নিজেও গোল করেন। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে অ্যানফিল্ডের মাঠে সালাহর টানা পঞ্চম ম্যাচে গোল করার কীর্তি। লিভারপুলের হয়ে এমন রেকর্ড আর কোনো খেলোয়াড়ের নেই।

ওই গোলের মাধ্যমে সালাহ আরেকটি রেকর্ড গড়েন। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল (৪৫টি) এখন সালাহর। তিনি পেছনে ফেলেছেন দিদিয়ের দ্রগবার ৪৪ গোলের রেকর্ডকে।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে জুভেন্টাসও। তারা দুইবার পিছিয়ে পড়েছিল, এবং ম্যাচের ৫৯ মিনিটে মিচেলে ডি গ্রেগরিও লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশজন নিয়ে আধ ঘণ্টার বেশি সময় খেলেছে। তবুও রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাস ৩-২ গোলে লাইপজিগকে হারিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি