দল ঘোষণার পরই দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে শক্ত অবস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে তাদের পরবর্তী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। তবে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা।
চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে তার আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। এ কারণে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে দলে পরিবর্তন আনতে হবে।
গত ২ অক্টোবর, বুধবার স্কালোনি ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেন। কিন্তু দল ঘোষণার কিছুক্ষণ পরই চোটে পড়েন জুভেন্টাস ফরোয়ার্ড গঞ্জালেস। লাইপজিগের বিপক্ষে খেলা শেষে ২৬ বছর বয়সী এই ফুটবলার পায়ে অস্বস্তি অনুভব করেন। পরে জুভেন্টাস এক বিবৃতিতে গঞ্জালেসের চোটের বিষয়টি নিশ্চিত করে।
গঞ্জালেসের সুস্থ হয়ে উঠতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হতে প্রায় এক মাস লাগতে পারে। এখনো পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি গঞ্জালেসের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেননি।
উল্লেখ্য, আর্জেন্টিনা আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলতে নামবে এবং ১৫ অক্টোবর তারা ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে। ২০২৬ সালের বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১৮ পয়েন্ট অর্জন করে ১০ দলের মধ্যে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ১০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে, আর বলিভিয়া ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।